Dr. Neem on Daraz
Victory Day

রাবির প্রথম ‍‍`বঙ্গবন্ধু চেয়ার‍‍` অধ্যাপক হলেন সনৎকুমার সাহা


আগামী নিউজ | রাবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৩:২৬ পিএম
রাবির প্রথম ‍‍`বঙ্গবন্ধু চেয়ার‍‍` অধ্যাপক হলেন সনৎকুমার সাহা

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক চালু করা হয়েছে। প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত হয়েছেন রবীন্দ্র গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎকুমার সাহা। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে।   

গতকাল শনিবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় তাকে এই পদে মনোনীত করা হয়।  

অধ্যাপক সনৎকুমার সাহাকে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম ও সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তারা জানান, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যরা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক অধ্যাপক সনৎকুমার সাহার নাম প্রস্তাব করেন। যা ৫০৯তম সিন্ডিকেট সভায় পাস হয়।  

উল্লেখ্য, অধ্যাপক সনৎকুমার সাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট রবীন্দ্র গবেষক। ২০০৬ সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। ২০১০ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য। প্রবন্ধ রচনায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক লাভ করেন। অধ্যপক সনৎকুমার সাহাকে ২০১৫ সালে বাংলাদেশ সরকার একুশে পদকে ভূষিত করেন। এছাড়া তিনি বিভিন্ন সময় বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে